College at a glance
১. | কলেজের মটো | : |
Learn and Lead |
২. | কলেজের থিমসঙ্ | : | (ক) গানের কবি: জনাব রফিকউজ্জামান (খ) সুর এবং সঙ্গীত পরিচালক: জনাব ফরিদ আহমেদ (গ) কন্ঠশিল্পী: ক্লোজ-আপ তারকা খায়রুল বাশার ও চম্পা বণিক। |
৩. | প্রতিষ্ঠাকাল | : | ২০০২ (ইং) |
৪. | পরিচালনা ও অর্থায়ন | এমএনআরএস ট্রাস্ট কর্তৃক স্ব-অর্থায়নে পরিচালিত। কোনোরকম সরকারী অর্থ বা অনুদান নেয়া হয় না। | |
৫. | অধ্যক্ষ (ক) প্রতিষ্ঠাতা অধ্যক্ষ (বর্তমান স্কুল ও কলেজ উপদেষ্টা) |
: | কর্নেল নুরন্ নবী (অব.) প্রাক্তন অধ্যক্ষ, ফৌজদারহাট ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ এবং প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ও মাইলস্টোন কলেজ |
(খ) অধ্যক্ষ | : | মোহাম্মদ জিয়াউল আলম | |
৬. | শ্রেণি ও শিক্ষার স্তরসমূহ | : | |
ক. জুনিয়র সেকশন | প্লে/কেজি থেকে ৫ম শ্রেণি | ||
খ. সিনিয়র সেকশন | ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি | ||
গ. কলেজ সেকশন | ৯ম থেকে ১২শ শ্রেণি | ||
৭. | শিক্ষার মাধ্যম | : | বাংলা ও ইংরেজি ভার্সন (ন্যাশনাল কারিকুলাম) |
৮. | ছাত্র-ছাত্রীর সংখ্যা | : | (ক) স্কুল শাখা - ১০,০০০ জন (খ) কলেজ শাখা - ৮,০০০ জন |
ন্যাশনাল কারিকুলাম, ইংরেজি ভার্সনে দেশের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান। | |||
৯. | শিক্ষক-শিক্ষিকা | : | (ক) স্কুল শাখা - ৬০০ জন (খ) কলেজ শাখা - ৪৬০ জন |
১০. | ভবনসমূহ | : | উত্তরা সেক্টর-৪, ৭, ৯, ১১, ১২ এবং ডিয়াবাড়ি (স্থায়ী ক্যাম্পাস)। ছেলে ও মেয়েদের ক্লাস পৃথক ভবনে অনুষ্ঠিত হয়। |
১১. | স্থায়ী ক্যাম্পাস | : | ডিয়াবাড়ি, তুরাগ (উত্তরা মডেল টাউন, সম্প্রসারিত তৃতীয়-পর্ব এবং নির্মাণাধীন মেট্রোরেলের প্রারম্ভিক উত্তরা স্টেশন সংলগ্ন)। মূলত আবাসিক এ ক্যাম্পাসের উন্মুক্ত মাঠ, নির্মল বাতাস ও দিগন্ত বিস্তৃত সবুজ সমারোহে বর্তমানে প্রায় ৫,০০০ জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এখানে রয়েছে জিমনেসিয়াম সুবিধাসহ বিভিন্ন ধরনের ইনডোর এবং আউটডোর গেমস আয়োজনের সুব্যবস্থা। অধিকন্তু, নির্মাণাধীন মেট্রোরেল প্রকল্প সংলগ্ন হওয়ার কারণে সড়ক যোগাযোগের পাশাপাশি মেট্রোরেলের মাধ্যমে এ ক্যাম্পাসের সাথে স্থাপিত হতে যাচ্ছে মতিঝিল, আগারগাঁও, মিরপুরসহ রাজধানীর বিভিন্ন এলাকার সাথে দ্রæত এবং নিরাপদ যোগাযোগ নেটওয়ার্ক। |
১২ | ব্যবস্থাপনা ও পরিচালনা | : | মাইলস্টোন কলেজের ৫ টি ভবনে ক্যাডেট কলেজের প্রাক্তন ২ জন অধ্যক্ষ, সশস্র বাহিনীর অবসরপ্রাপ্ত ৪ জন কর্নেল, ৩ জন লে. কর্নেল, ২ জন কমান্ডার ও ৪ জন মেজর এবং ৯ জন সহযোগী অধ্যাপক, ৯০ জন সহকারী অধ্যাপক এবং কিছু তরুণ প্রভাষক ও সিনিয়র শিক্ষক প্রশাসনিক এবং শিক্ষা কার্যক্রম পরিচালনা করছেন। |
১৩. | আবাসিক ব্যবস্থা, ট্রান্সপোর্ট সুবিধা এবং সিকিউরিটি সার্ভিস | : | মাইলস্টোন কলেজের নিজস্ব আবাসিক হোস্টেলে প্রায় ১৫০০ জন ছাত্র-ছাত্রী অবস্থান করে লেখাপড়া করছে। দূরবর্তী শিক্ষার্থীদের যাতায়াতের জন্য রয়েছে নিজস্ব পরিবহন ব্যবস্থা। রয়েছে একঝাঁক প্রশিক্ষিত নিরাপত্তাকর্মী। |
১৪. | শিক্ষা ক্ষেত্রে সাফল্য | : |
২০০৮ সালে ঢাকা বোর্ড কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এবং আন্তর্জাতিক মান নির্ধারণী ISO 9001:2015 সনদপ্রাপ্ত। জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ তে থানা পর্যায়ে (ঢাকা মহানগরী) মাইলস্টোন কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক), শ্রেষ্ঠ অধ্যক্ষ (কলেজ) এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উভয় পর্যায়ে) নির্বাচিত হয়। সাম্প্রতিক ফলাফল: ২০২৩ সালের এইচএসসি পরীক্ষায় ২৯৫৩ জন পরীক্ষা দিয়ে ১০০% পাসসহ ১৬৭৩ জন জিপিএ-৫.০০ অর্জন করে । ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ১৫৫৬ জন পরীক্ষা দিয়ে ৯৯.৭৪% পাসসহ ১১১৮ জন জিপিএ-৫.০০ অর্জন করে । ২০২০ সালে এসএসসি পরীক্ষায় ১৩৮১ জন পরীক্ষা দিয়ে ১০০% পাসসহ ৯৪৬ জন জিপিএ-৫.০০ অর্জন করে এবং শতভাগ পাসের ভিত্তিতে ঢাকা মহানগরে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় মাইলস্টোন কলেজের অবস্থান প্রথম (সূত্র: Channel i)। উল্লেখ্য পিইসিতে শতভাগ পাসসহ সারাদেশে ৩য় স্থানসহ ৫ বার, জেএসসিতে ৩ বার, এসএসসিতে ৪ বার এবং এইচএসসিতে ২ বার ঢাকা বোর্ডে মেধাতালিকায় স্থান লাভ করে। |
১৫. | সহশিক্ষা কার্যক্রম | : | (ক) বিতর্ক কর্মশালা ও প্রতিযোগিতা আয়োজন (খ) ক্বিরাত, হামদ্-নাত, সংগীত, আবৃত্তি, অভিনয়, নাচ, অলিম্পিয়াড, বিজ্ঞান মেলা, কুইজ, সাধারণ জ্ঞান ইত্যাদি প্রতিযোগিতা নিয়মিত আয়োজন (গ) ক্রিকেট, ভলিবল, ফুটবল, অ্যাথলেটিকস্, ব্যাডমিন্টন, টেবিল টেনিস, ক্যারম, দাবা ইত্যাদি প্রতিযোগিতা প্রতিবছর নিয়মিত আয়োজন (ঘ) প্রতিবছর নিয়মিতভাবে কলেজ বার্ষিকী ‘অনুরণন’ প্রকাশনা (ঙ) বিভিন্ন কলেজ, বিশ্ববিদ্যালয় এবং জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ (চ) শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য দেশেবিদেশে শিক্ষাসফর ও আনন্দভ্রমণের আয়োজন |
১৬. | বিএনসিসি কার্যক্রম | : | কলেজ বিএনসিসি প্লাটুন নানারকম শৃঙ্খলা ও সমাজ গঠনমূলক কার্যক্রম পরিচালনা করছে। |
১৭. | গার্ল গাইডস্ ও রেঞ্জার এবং স্কাউট ও রোভার স্কাউট | : | মাইলস্টোন কলেজ গার্ল গাইডস্ ও রোভার স্কাউট দল নানাবিধ সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রমে অংশগ্রহণ করছে। |
১৮. | সততা স্টোর ও সততা সংঘ | : | কোমলমতি শিক্ষার্থীর নৈতিক উন্নয়নে সততা সংঘ ও সততা স্টোর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। |
১৯. | বিভিন্ন জাতীয় দিবস ও ঋতুভিত্তিক উৎসব উদযাপন | : | মাইলস্টোন কলেজ যথাযথ মর্যাদায় প্রতিবছর বিভিন্ন জাতীয় দিবস, যেমন: স্বাধীনতা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, বিজয় দিবস ইত্যাদি পালন করে আসছে। এছাড়া নিয়মিত আরও কিছু পর্ব/দিবস উদযাপন করা হয়- পিঠা উৎসব, বসন্তবরণ, বর্ষবরণ, রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী ইত্যাদি। |
২০. | সামাজিক কার্যক্রম | : | স্বেচ্ছায় রক্তদান, পরিচ্ছন্নতা অভিযান, ট্রাফিক নিয়ন্ত্রণ, ভূমিকম্প ও অগ্নি নির্বাপন মহড়া, শীতবস্ত্র বিতরণ, দুর্নীতি প্রতিরোধ, জঙ্গিবাদ ও মাদক বিরোধী অভিযান ইত্যাদি কার্যক্রমে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা হয়। |
২১. | আমাদের বৈশিষ্ট্য | : |
(ক) চ্যালেঞ্জ গ্রহণ (ঙ) দেশের প্রতিটি অঞ্চল থেকে আগত শিক্ষার্থীর পদচারণায় মুখরিত মাইলস্টোন কলেজের ক্যাম্পাস। এখানে শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ও সহশিক্ষার সাফল্য নিশ্চিত করে তাদেরকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা হয়। পরবর্তীতে সকল পাবলিক বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেল কলেজ এবং সামরিক বাহিনীতে তারা ছড়িয়ে পড়ছে। মাইলস্টোন কলেজের শিক্ষার্থী বহির্বিশ্বের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়ে উচ্চ শিক্ষা গ্রহণ করছে। |
২২. | সংক্ষিপ্ত আকারে সহশিক্ষা কার্যক্রমে সাফল্য | : |
* মাইলস্টোন কলেজ ২০০৮ সালে ঢাকা বোর্ড কর্তৃক শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত এবং আন্তর্জাতিকমান নির্ধারণী ISO 9001:2015 সনদপ্রাপ্ত হয়। * ২০২০ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ পাসের ভিত্তিতে ঢাকা মহানগরে সেরা শিক্ষা প্রতিষ্ঠানের তালিকায় মাইলস্টোন কলেজের অবস্থান প্রথম (সূত্র: Channel i)। * ৫২তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এ মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা অভূতপূর্ব সাফল্য প্রদর্শন করে। কলেজ অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ৪৬ টি পুরস্কার অর্জন করে। প্রথম স্থান অধিকার করে ২০ টি; দ্বিতীয় স্থান অধিকার করে ১২টি; তৃতীয় স্থান অধিকার করে ০৭টি এবং ক্রিকেট (বালক ও বালিকা), ভলিবল (বালক ও বালিকা), ব্যাডমিন্টন (একক) ও টেবিল টেনিস (একক ও দৈত- বালিকা) খেলায় চ্যাম্পিয়ন শিরোপা অর্জন করে এবং বাস্কেটবল (বালক ও বালিকা), টেবিল টেনিস (বালক এক ও দ্বৈত) ব্যাডমিন্টন (বালিকা একক ও দ্বৈত) রানার-আপ শিরোপা অর্জন করে। * জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ ও ২০২৩, থানা পর্যায়ে মাইলস্টোন কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (কলেজ) এবং শ্রেষ্ঠ শিক্ষার্থী (কলেজ) নির্বাচিত হয়েছে এবং ২০২৩ সালেও বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জন করে। * ৪৯তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতায় (২০১৯-২০) উত্তরা অঞ্চলের ৪টি থানার মধ্যে ব্যক্তিগত মেডেল ছাড়াও দলগত ১০টি ইভেন্টের মধ্যে ৯টিতে মাইলস্টোন কলেজ চ্যম্পিয়ন হয়। |